আপনি কি জানেন আপনার শরীরে কতটি ডিএনএ আছে? খুব কঠিন প্রশ্ন তাইনা?
চলুন আজকে জানা যাক, মানবদেহের মোট ডিএনএ এর সংখ্যা ও আকার কেমন।
ডিএনএ এর মতো অতো ক্ষুদ্র জিনিসের সঠিক সংখ্যা বের করা সহজ কথা নয়। তবে অবশ্যই একটা ধারণা পাওয়া যেতে পারে তার সম্পর্কে।
মানবদেহের প্রতিটি কোষের নিউক্লিয়াসে রয়েছে অসংখ্য অসংখ্য ডিএনএ। এই ডিএনএ হলো হলো জীবনের নকশা। আমাদের শরীরের প্রতিটি কোষে ডিএনএ থাকে, যা ঠিক করে দেয় আমাদের চোখের রঙ, উচ্চতা, চুলের ধরণসহ অনেক বৈশিষ্ট্য।
প্রতিটি ডিএনএ দেখতে প্যাঁচানো সিড়ির মতো। মানবদেহের প্রতিটি কোষে থাকা ডিএনএ এর মোট দৈর্ঘ্য প্রায় ২.২ মিটার বা ৭-৮ ফিট লম্বা। অবিশ্বাস্য! তাইনা?
ডিএনএ এর মতো ছোট জিনিস মিলিত হয়ে প্রায় ২.২ মিটার লম্বা হয় শুধু একটা কোষেই।
তাহলে ভাবুন, আপনার দেহে একটা নয়, দুইটা নয় বরং কোটি-কোটি কোষ রয়েছে।
এবার আসুন আরোও অবিশ্বাস্য অংশে।
মানবদেহের প্রতিটি কোষের ডিএনএকে টেনে বড় করে একটার পর একটা জোড়া লাগালে তা সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ প্লুটো পর্যন্ত বিস্তৃত হবে, তাও একবার নয় ২ বার নয় বরং ১৭ বার!
কত বিস্ময়কর! সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ৫.৯ বিলিয়ন কিলোমিটার । যা আপনার দেহে থাকা মোট ডিএনএ ১৭ বার পাড়ি দিতে পারবে।
একটু গণনা করলেই আপনি বুঝতে পারবেন, আপনার দেহের মোট ডিএনএ এর দৈর্ঘ্য প্রায় 100.3 বিলিয়ন কিলোমিটার।
